বান্দরবানে পাহাড় কাটা দায়ে চার ইটভাটাকে মোটা অঙ্কের জরিমানা

fec-image

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৪টি ইটভাটায় জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীরছড়া এলাকায় বিভিন্ন ইটভাটায় এ অভিযানে লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম

এসময় উপজেলার ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ ব্রিকস্ এর প্রোপাইটর মো. নুরুল আমিনকে ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকস্ এর প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরীকে ৮০ হাজার টাকা, ফোর বিএম এর প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টারকে ১ লাখ টাকা এবং ওয়াই এমবি এর প্রোপাইটর শওকত ওসমানকে ১ লাখ টাকাসহ মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন লামা এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইটভাটা, জরিমানা, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন