বান্দরবানে বিএনপির দুই গ্রুপের হরতালের আলাদা কর্মসূচি

Bandarban BNP mamea cing pic-13.11.2013

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানে হরতালের শেষ দিনে বিএনপির দুই গ্রুপ আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার ১৮ দলীয় জোটের হরতালের সমর্থনে মাত্র ১০ গজের ব্যবধানে বান্দরবানে বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করে। এ নিয়ে যে কোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

টানা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিন বান্দরবানে বিএনপির বিবদমান দুই গ্রুপ পৃথকভাবে সমাবেশ করে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভানেত্রী ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং, অপর গ্রুপে রয়েছে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী।

বুধবার সকাল থেকেই ম্যামাচিং-জেরী গ্রুপ বান্দরবান বাজারে অবস্থান নেয়। জেরী গ্রুপ জেলা কার্যালয়ের সামনে এবং ম্যমাচিং গ্রুপ বাজারের পৌর শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ করে। দুই গ্রুপ মাত্র ১০ গজ ব্যবধানে সমাবেশ করায় উভয়পক্ষের নেতা-কর্মীদের মধ্যেই উত্তেজনা ছিল। তবে পুলিশ সতর্ক অবস্থায় থাকায় শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। জেরী গ্রুপের পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমানন গণি, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক মাহতুল হোসেন যত্ন প্রমূখ।

অপরদিকে মাম্যাচিং গ্রুপে বক্তব্য দেন ম্যামাচিং, স্বেচ্ছাসবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, আইয়ুব খান, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু প্রমূখ। উভয় গ্রুপই সমাবেশ ছাড়া আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতার চেষ্টা চালালেই গ্রেফতার করা হবে। এদিকে হরতালের কারণে বান্দরবানে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর থেকে ছেড়ে যায়নি দূর পাল্লার কোনো যানবাহন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন