বান্দরবানে ভালুকের আক্রমণে ক্ষতবিক্ষত ম্রো বৃদ্ধ

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে বন্য ভালুকের আক্রমণে ক্রইল মুরং (৭৫) নামের এক বৃদ্ধ ক্ষত বিক্ষত হয়েছে। আহত ক্রইলং সমথংপাড়ার বাসিন্দা মৃত রেংহান ম্রোর ছেলে।

রবিবার (১৪ মার্চ) সকালে আহত ওই ম্রো বাসিন্দাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে সেনাবাহিনী।

নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার সমথং পাড়া এলাকার বাসিন্দা ক্রইলং ম্রো রবিবার ভোরে কনসমপাড়া ঝিরিতে মাছ ধরতে যান।

সকাল ৬টার দিকে মাছ ধরার সময় বন্য ভাল্লুক তার ওপর আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে এলাকার লোকজন বিষয়টি স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানালে আলীকদম ২৩ বীরের উদ্যোগে গুরুতর আহত ওই ম্রো বাসিন্দাকে উদ্ধার করে বলাইপাড়া ক্যাম্পে নিয়ে যান।

তারপর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আহত ম্রো ক্রইলংকে।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভালুকের আক্রমণে মারাত্মকভাবে আহত দুই ম্রো বাসিন্দাকে একইভাবে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পাঠিয়ে চিকিৎসা দিয়েছিলেন সেনাবাহিনী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রমণ, বান্দরবান, ভালুক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন