বান্দরবানে যুবদলের মিছিল থেকে আটক ২

jamir Bandarban Bnp pic-18.11.2014
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের বাধার মুখে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বিক্ষোভ মিছিল থেকে দু-জনকে আটক করে পুলিশ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও সমন জারির প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা যুবদল।

মঙ্গলবার বিকালে শহরের বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে হয়ে বাজারের প্রবেশ কালে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশ জেলা যুবদলের সদস্য আতাউর রহমান রিপন ও যুবদলের কর্মী কাজল দাশকে আটক করে। যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে।

পুলিশে বাধা পেয়ে যুবদল বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা যুব দলের আহবায়ক আবু বক্কর, সদস্য সচিব জনি, সদস্য জসিম উদ্দিন তুষার, শিমুল দাশ, আবিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে সমন জারির প্রতিবাদ জানান। মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি ও জেলা অচল করে দেয়া হবে বক্তারা বলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন