বান্দরবানে রথযাত্রা উৎসব শুরু

Bandarban roth 10.7.2013

জমির উদ্দিন:

বান্দরবানে সনাতন ধর্মলম্বীদের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং উৎসাহ-উদ্দীপনার আর উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বুধবার বিকালে রথযাত্রা উদ্যাপন পরিষদের উদ্দ্যোগে শহরে শুরু হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভাসহ তিনদিনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচির উদ্দ্যেগ নিয়েছে উদযাপন পরিষদ।

রথযাত্রার বেলুন উড়িয়ে উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উ শৈ সিং এমপি। এসময় বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকি, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, পৌর মেয়র জাবেদ রেজা, ডিজি এফ আই কর্মকর্তা মেজর অমিত হাসান, সার্বজজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, সাধারন সম্পাদক লক্ষি পদ দাশ, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিলনপালসহ হাজার হাজার সনাতনী নারী-পুরুষ রথযাত্রায় অংশনেয়। এসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনও রথযাত্রায় অংশনেয়। রথযাত্রা সার্বজজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সামনে শুরু হয়ে রথটিকে ভক্তরা টেনে টেনে শহরের প্রধান প্রধান সড়গ প্রদক্ষিন করে বালাঘাটা কালী মন্দিরে নিয়ে যাওয়া হয়।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উ শৈ সিং এমপি বান্দরবানের নব নির্মিত সার্বজজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উদ্ভোধন করেন।  

জানাগেছে, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা পালিত হয়। রথের শীর্ষে থাকেন তিন দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ৮ দিন পর (১৮ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য আবার রথটি বালাঘাটা কালীমন্দির থেকে টেনে আগের জায়গায় আনা হয়। একে উল্টো রথযাত্রা বলে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভক্তদের ডাকে সাড়া দিয়ে অন্যরূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। জগন্নাথ দেব শ্রীকৃষ্ণেরই আরেক রূপ। নতুন রূপের এ ভগবানকে ভক্তরা পূজা করেন।
জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ অনেক ভক্তই সারাদিন উপবাস ছিলেন। রাতে তারা শ্রীকৃষ্ণের পূজা করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় হোম ও প্রার্থনা সভা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন