সরকারী খাস জমি কেউ অবৈধ দখল করতে পারবেনা- বীর বাহাদুর এমপি

Bandarban mp 10.7.2013

জমির উদ্দিন:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উ শৈ সিং এমপি বলেছেন, বান্দরবানে স্থানীয় ও বহিরাগতদের যোগসাজেসে সরকারী খাস জমি দখলকারীদের হুশিয়ার করে বলেন, জেলার শান্তি বিনষ্ট করতে জেলার বসবাসকারীদের দখলীয় জমিতে বনায়নের নামে অবৈধ দখলকারীদের আইনের আওতায় আনা হবে। পার্বত্য এলাকায় ভুমি বন্দোবস্তি বন্ধ থাকায় হেডম্যান রিপোট নিয়ে অবৈধ দখলকারীরা সরকারী খাস জমি দখল করে নতুন নতুন বনায়ন করছে। এসব ভুমি দুশ্যরা দেশ ও সমাজের শত্রু। এদর চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে।

তিনি আরও বলেন পার্বত্য অঞ্চলে ভুমি বন্দোবাস্তি বন্ধ থাকার পরও হেডম্যানরা অর্থালোভে বহিরাগতদের স্থানীয় বানিয়ে ভুমির রিপোর্ট দিয়ে যাচ্ছে। ভবিৎসতে যদি আর কোন হেডম্যান বেআইনি ভাবে ভুমির রিপোর্টদেয় ঐসব অর্থলোভী হেডম্যানদেরও আইনের আওতায় আনা হবে। তিনি পৌরসভার বিতর্কিত খোয়াল ঘর বাদশা মিয়া দখলের সমস্যা সমধানে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেল আইন-শৃঙ্খলা কমিটির সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা জেলা মেজিষ্ট্রেট ইসরাত জামান, পৌর মেয়র জাবেদ রেজা, বোমাং রাজা প্রকৌশলী উচপ্রুসহ জনপ্রতিনিধি ও সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন