বান্দরবান পৌরসভার নগর সম্বন্নয় কমিটির বিশেষ সভা

Bandarban porusova 25.5.2013

বান্দরবান প্রতিনিধি: দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (UGIIP-II) এর আওতায় ADB, KfW  ও GIZ এর প্রতিনিধি সমন্বয়ে “যৌথ প্রকল্প রিভিউ মিশন”  বান্দরবান পৌরসভার নগর সমন্বয় কমিটি (TLCC) এর বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা মিলনায়তনে পৌর মেয়র জাবেদ রেজার সভাপতিত্বে এশিয়ন ডেভলপমেন্ট ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, Ugiip-2 প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আকন্দ, এশিয়ন ডেভলপমেন্ট ব্যাংক প্রতিনিধি মো. লেয়াকত আলী, Ugiip-2 ডিপিডি মহিরুল ইসলাম, mds টিমলিডার ড. প্রদীপ দে, টিমলিডার GICD, UGIIP-II মাঃ গোলাম কিবরিয়া, GIZ প্রতিনিধি রোকন আজাদ,UGIIP-II জেন্ডার স্পেশিয়ালিষ্ট সুরাইয়া জেবিন, পৌর নির্বাহী প্রকৌশলী মংশৈ খয়সহ  TLCC এর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পৌর মেয়রের অদুদর্শী ও পৌর এলাকায় Ugiip-2 প্রকল্প কার্যক্রম শুরু করা এবং আশানুরুপ পৌরকর আদায় করায় সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া Ugiip-2 এর আওতায় বস্তি এলাকায় উন্নয়নের জন্য দুইটি প্রকল্প অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছেন এশিয়ন ডেভলপমেন্ট ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়া জেন্ডার এ্যাকশন প্ল্যান, দারিদ্র  হ্রাসকরন নিয়েও আলোচনা করেন তিনি। বান্দরবান পৌরসভাকে আধুনিক বাসযোগ্য ও পরিস্কার পরিছন্ন এবং পৌরবাসীর জীবনামান উন্নয়নে Ugiip-2 প্রকল্প বাস্তবায়নে TLCC ঞখঈঈ সদস্য এবং পৌরবাসীর সহায়তা কমনা করেন পৌর মেয়র জাবেদ রেজা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন