বান্দরবান সদর ও আলীকদমে ২৩ প্রার্থী চূড়ান্ত, ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

upazila-election-logo

জেলা প্রতিনিধি, বান্দরবান :

উপজেলা নির্বাচনে বান্দরবানে দুই উপজেলায় ৪ চেয়ারম্যানসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বান্দরবান সদর উপজেলায় ৫ জন এবং আলীকদম উপজেলায় ১ জন প্রার্থী। এরা হলেন- সদর উপজেলায় চেয়ারম্যান পদে রুই প্রু অং চৌধুরী, মো: বেলাল হোসেন, তপন মারমা ও ভাইস চেয়ারম্যান পদে উহাই মং মারমা, কামাল পাশা এবং আলীকদম উপজেলার চেয়ারম্যান পদে মো: বাদশা মিয়া।

মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ২টি উপজেলার প্রার্থীগণ হলেন – বান্দরবান সদরের চেয়ারম্যান পদ প্রার্থী উ উইন মং জলি (জেএসএস), আবদুল কুদ্দুছ (১৯দল), মো. জাহাঙ্গীর আলম (বিএনপি বিদ্রোহী)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ক্য হ্লা উ চৌধুরী (১৯দল) ও জামাল উদ্দীন চৌধুরী (আ’লীগ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ওয়াই চিং প্রু (১৯দল), তিং তিং ম্যা (আ’লীগ)

আলীকদম উপজেলার প্রার্থীরা হলেন – চেয়ারম্যান পদে মো. আবুল কালাম (১৯দল), জামাল উদ্দীন (আ’লীগ), ফরিদ আহমদ (বিএনপি বিদ্রোহী), মিংখিং মার্মা (জেএসএস) ও চ হ্লা মং মার্মা (জেএসএস)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন – মো. রিটন (১৯দল), মংফুঞোয়াই মার্মা (আ’লীগ), আবদুল মতলব মন্নান (জামায়াত), আহমদ হোসাইন (১৯দল), কাইন থপ ম্রো (জেএসএস), এম. সালাহ উদ্দীন (১৯দল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- শিরিনা আক্তার (১৯দল), মোছাম্মৎ সাজেদা বেগম (১৯দল), রোজিনা আক্তার (আ’লীগ ও ব্যরী মার্মা (জেএসএস)।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি এ দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন