ব্রাশ ফায়ারে বাঘাইছড়িতে সন্তু লারমা গ্রুপের ৩ নেতা নিহত ॥ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

DSCN3062

আলমগীর মানিক, রাঙামাটি:
প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে বাঘাইছড়ি সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ির থানার সভাপতি শশাংক মিত্র চাকমাসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ছয় টার সময় এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের শীজক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অপর নিহতরা হলো, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক নন্দ বিকাশ চাকমা ও যুধিষ্ঠির চাকমা।

বাঘাইছড়ি উপজেলা জেএসএস এর সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেন। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান (ক্রাইম) ঘটনার ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলি ও নিহতের খবর শুনেছি পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সুত্র থেকে জানাগেছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই তিন ব্যক্তি শিজক কলেজের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এসময় ১০-১২ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী দল তাদের লক্ষ করে ব্রাশ ফায়ার করতে থাকলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এলাকাটি সন্তু লারমা গ্রুপের দখলে ছিলো বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় পাহাড়িদের মাঝে আতঙ্ক বিরাজে পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস।

রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জনসংহতি সমিতির উত্তর কালিন্দীপুরস্থ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনরূপা পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয়।
জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমা।

বক্তারা নিরস্ত্র লোকদের উপর এই হামলার জন্য সংস্কারপন্থী-ইউপিডিএ কে দায়ী করে তীব্র প্রতিবাদ জানান এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও নিহত পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান দাবি জানান। বক্তারা ইউপিডিএফ-সংস্কারপন্থীদের সশস্ত্র সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আজ সকালে সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির সভাপতি শশাংক  চাকমা ও সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা এবং উক্ত গ্রামের গ্রামবাসী যুধিষ্ঠির চাকমা নিহত হন।
জানা যায়, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলার সভাপতি শশাংক মিত্র চাকমা ও সাংগঠনিক সম্পাদক নন্দ বিকাশ চাকমা আজ সকাল জনৈক গ্রামবাসীর সাথে কথা বলার উদ্দেশ্যে সিজক কলেজের দক্ষিণ মাঠে আসেন। আর আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করে। ঘটনাস্থলেই শশাংক মিত্র চাকমা ও নন্দ বিকাশ চাকমা এবং পাশে থাকা অপর এক গ্রামবাসী যুধিষ্ঠির চাকমা ঘটনাস্থলেই নিহত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন