মহালছড়িতে নৌকাবাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

Boat

মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে সিলেটি পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অংশগ্রহণের মধ্য দিয়ে হাজারো দর্শকের ঢল নামে।

এতে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল হুমায়ুন কবির পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, জোন এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন মোতালেব, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সুলতান মাহমুদ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় মো: আবদুল হান্নান এর দল ১ম স্থান ও মো: আবুল খায়ের এর দল ২য় স্থান অধিকার করে।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা শুধু জনপ্রিয় নয় এ দেশের মানুষের জন্য এটি একটি ঐতিহ্যবাহি খেলা। এ ধরণের জনপ্রিয় খেলা মানুষের মনকে কলুষুক্ত রাখে। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়।দৈনন্দিন কর্মজীবনে খেলাধুলা ও বিনোদন অপরিহার্য বলে মনে করেন বক্তারা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল হুমায়ুন কবির পিএসসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন