মহালছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

Untitled-1

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মহালছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। লকল মুক্ত পরিবেশে এই কলেজে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৮১ জন ছাত্র ও ১৪৪জন ছাত্রী এবং ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫৩জন ছাত্র ও ৫১জন ছাত্রী মিলে সর্বমোট ৪২৯ জন পরীক্ষার্থী প্রথমদিন বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসনের পক্ষে এ ডিএম এবং মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস মিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা সেন্টারে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থী ও হল গার্ডে থাকা শিক্ষকদের বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার লক্ষে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের হল সমূহের জন্য অধ্যাপক ফরিদ উদ্দিনকে পৃথক হল সুপারের দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন