মাটিরাঙ্গায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বের উদ্বোধন

19.08.2014_Matiranga Football

মাটিরাঙ্গা সংবাদদাতা

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাটিরাঙ্গা উপজেলা বাছাই পর্বের উদ্বোধন মঙ্গলবার বিকালে অনুষ্টিত হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপক্ষো করে হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে বাছাই পর্বের খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: মাসুদ করিম। মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাছাই পর্বের উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো: এনামুল হক আলীম সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাছাই পর্বে উদ্বোধীন অনুষ্ঠানে বাবুপাড়া একতা সংঘ বনাম মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব। হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে বাছাই পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচ পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জুয়েল চাকমা। তাকে সহযোগিতা করেন সংগ্রাম দাশ ও মাইন উদ্দিন।

মাটিরাঙ্গা উপজেলা পর্যায়ের বাছাই পর্বে উপজেলার আটটি দল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো, বাবুপাড়া একতা সংঘ, মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব, বিএমএসসি, টিএন্ডটি একতা সংঘ, বন্ধু জুনিয়র, শেখ রাসেল স্মৃতি সংসদ, বাইল্যাছড়ি একাদশ ও নতুনপাড়া একাদশ। বাছাইপর্বে বিজয়ী দল জেলা পর্যায়ে অনুষ্ঠিত চুড়ান্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: মাসুদ করিম অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ফুটবল চর্চা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের খেলোয়াররাই একদিন জেলা ও বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনবে। তিনি সবসময় ফুটবলারদের পাশে থাকারও গোষনা দেন।

এর আগে মাটিরাঙ্গায় সরকারী কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: মাসুদ করিম মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মাটিরাঙ্গার গোমতিতে পুলিশ ক্যাম্প করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এসময় তিনি সরকারী কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

এসময় গোমতির সাম্প্রতিক প্রসঙ্গ টেনে মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ঘটনার সাথে বহিরাগত সন্ত্রাসীরা জড়িত বলে দাবী করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন