মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

29.08.2014_Matiranga Jubo Red Crisnt NEWS Pic

সিনিয়র স্টাফ রিপোর্টার :

মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু যুব রেড ক্রিসেন্টের সদস্যদের আর্তমানবতার সেবায় এগিয়ে যাবার পরামর্শ দিয়ে বলেছেন, নিজেদের ঐক্যকে সু-দৃঢ় করে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে। সকলকে স্বেচ্ছায় সেবামুলক কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। তিনি বলেন, সকলের মধ্যে মানবতাবোধকে জাগ্রত করতে হবে।

তিনি শুক্রবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো: অহিদুল ইসলাম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সাদারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা কলেজের প্রভাষক নুরুল আফসার ও সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান-১ শাহেনা আকতার ও নু রনবী অন্তর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষন বিভাগের প্রধান মোহাম্মদ কায়কোবাদ।

এর আগে শুক্রবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব রেড ক্রিসেন্টের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল। এ সময় তিনি সকলকে মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, আজকের প্রশিক্ষণকে মানবতার কাজে লাগাতে হবে। যেকোন দুর্যোগে আর্ত-মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়তে হবে।

খাগড়াছড়ি জেলা যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান-১ মো: শহীদুল ইসলাম দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় চীপ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন। মো: আরিফুল ইসলাম, মো: জহিরুল ইসলাম ও ইস্্রাফিল খন্দকার প্রমুখ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের ৪০ জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করে রেড ক্রিসেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন