মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

26.03.2017_Army NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

যথাযোগ্য মর্যাদার সাথে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন। মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় শহীদ বেদীতে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বেসামরিক প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সুর্যোদয়ের সাথে সাথে ভোর ৫টা ৫৭ মিনিটের সময় পদস্থ সামরিক কর্মখর্তাদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন।

এসময় তিনি দেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও মক্তিযুদ্ধে সেনাবাহিনীসহ মুক্তিকামী জনতার আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকে একসাথে কাজ করারও আহবান জানান।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে মুক্তিযোদ্ধাসহ বেসামরিক প্রশাসনের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন