মানিকছড়িতে ৩`শ বস্তা মেয়াদোত্তীর্ণ চাউল জব্দ

fec-image

মানিকছড়ি’র ‘রহমানিয়া অটো রাইচ মিল’ এ মেয়াদোত্তীর্ণ চাউল গুদামজাত করার গোপন খবরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ৩শত বস্তা মেয়াদোত্তীর্ণ চাউলের বস্তা জব্দ করেন।

১২ এপ্রিল(রবিবার) সকাল ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তামান্না মাহমুদ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ‘রহমানিয়া অটো রাইচ মিলে’ মেয়াদোত্তীর্ণ চাউল রিফাইনিং করে বাজারজাত করছে মর্মে গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন ইউএনও তামান্না মাহমুদ।

এ সময় তিনি চট্টগ্রাম থেকে আনা ৩শত বস্তা ‘নন- বাঁশমতি পারি’ চাউলভর্তি ট্রাক নং চট্টমেট্রো-ট-১১-৫৪৩২ চাউল আন-লোড অবস্থায় আটক করেন। চাউলের বস্তার উপরে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ২০১৯।

‘রহমানিয়া রাইচ মিল’ মালিক উক্ত চাউল চট্টগ্রামের জনৈক পারভেজ এর নিকট থেকে বস্তা প্রতি (৫০কেজি) ১৪৫০ টাকা হারে ক্রয় করেন। পরে তা রিফাইনিং করে নতুন বস্তায় ভরে চড়া দামে বাজারজাত করেন।

আটক ৩শত বস্তায় এক হাজার ৫শত কেজি চাউল রয়েছে। উক্ত চাউল আটকের পর উপজেলা কৃষি কর্মকর্তা,খাদ্য কর্মকর্তা ও স্যানেটারী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ হেফাজতে রেখে আইনগত বিষয়ে কাজ করছেন প্রশাসন ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, মানিকছড়ি, রিফাইনিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন