রাঙামাটিতে ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস

Rangamati pic-07-12-14,1

স্টাফ রিপোর্টার :

আমাদের শিক্ষাঙ্গন আমরাই পরিচ্ছন্ন রাখবো এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস কর্মসূচীর শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

এ সময় ফিরোজা বেগম চিনু বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।’ তিনি বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন সরকার ও আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপি-জামাতজোটসহ স্বাধীনতা বিরোধী চক্র মিলে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলকে আহবান জানান।

অনুষ্ঠানে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, উপাধ্যক্ষ মোঃ মফিজ আহমদ, রাঙামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদুল আলম স্বপন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুজন প্রমূখ।

আলোচনা সভা শেষে মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ অতিথিবৃন্দ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে ঝাঁড়ু দিয়ে ময়লা পরিস্কার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন