রাঙামাটিতে বিএনপির বিক্ষোভমিছিল-সমাবেশ

image_120394_0নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতনের প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে পাবলিক হেলথ্ এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সম্মুখে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বুঝিয়ে দিয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই আদালতের উপর ভর করে বিরোধী কণ্ঠকে দমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন, অসাংবিধানিক এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দেশের মানুষকে মুক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। অবিলম্বে এই অবৈধ সরকারকে হটাতে আপামর জনগণকে কঠিন থেকে কঠিনতর আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান দীপেন দেওয়ান।

এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী জহির আহম্মদ সওদাগর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক রফিক আহম্মেদ, জেলা বিএনপির অর্থ সম্পাদক আমীর মোঃ সাবের (ভারপ্রাপ্ত), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরর উন নবী, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তৃণমূল দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন