রাঙামাটিতে সিএইচটি জার্নাল ডটকমের যাত্রা শুরু

CHT Journal.com pic,1স্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে যাত্রা শুরু করলো প্রথম ইংরেজী অনলাইন প্রত্রিকা সিএইচটি জার্নাল ডটকম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে এক র‌্যালী বের কার হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে ইংরেজী অনলাইন পত্রিকাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

সভায় রাঙামাটি চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমেদ সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ফোরামের সভাপতি নন্দন দেবনাথ  সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া ও সিএইচটি জার্নাল ডটকমের সম্পাদক শান্তিময় চাকমা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্যাঞ্চলের গণমাধ্যম কর্মীরা তথ্যগতভাবে খুবই সক্রিয়। তাদের কর্মদক্ষতার মাধ্যমে পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর সুখ-দুঃখের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়ায় তুলে ধরছে।

তিনি বলেন, একটা সময় পাহাড়ে বন্য-জঙ্গলে জীব-বৈচিত্র্যে ভরপুর ছিল। কিন্তু কালের পরির্বতনে তা সব বিলুপ্তি হয়ে যাচ্ছে। মরে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা-ছড়া, বিল-খাল। তাই শুধুমাত্র পার্বত্যাঞ্চলে প্রান্তিক জাতিগোষ্ঠীর নয়, প্রাকৃতিক পরিবেশের দিকেও গণমাধমকর্মীদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন