রাঙামাটির যেসব ইউপিতে এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি

fec-image

পাহাড়ি জেলা রাঙামাটিকে ৫০টি ইউনিয়নে ভাগ করা হয়েছে। এরমধ্যে সারাদেশের ন্যায় সরকারি নির্দেশনা মেনে রাঙামাটির ইউনিয়নগুলোতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে জেলার পাঁচটি ইউনিয়নে এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

যেসব উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেগুলো হলো- রাঙামাটির বরকল উপজেলা ভূষণছড়া ইউনিয়ন, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা, মৈদং ইউনিয়ন।

বিলাইছড়ি উপজেলার ২০২০ সালের ১০ডিসেম্বর বড়থলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবাহাওয়াজনিত সমস্যার কারণে ৯ডিসেম্বর সিইসি হঠাৎ করে নির্বাচন স্থগিত করে। এরপর থেকে বড়থলী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বড়থলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০১৬। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৫ জন ও নারী ভোটার ১০০১ জন। বড়থলী ইউনিয়ন সৃষ্টির পর ২০১৫ সালের ২৬ আগস্ট প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০১৬ সালের ৪ জুন। এ নির্বাচনে মামুনুর রশীদ মামুন বিজয়ী হয়েছিলো। তবে এ নির্বাচন কারচুপির অভিযোগ এনে পুন: নির্বাচনের দাবিতে আদালতে রিট করেছিলো পরাজিত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) প্রার্থী দিলীপ কুমার চাকমা। নির্বাচনের পর ১০ নভেম্বর ইউপি মেম্বারদের গেজেট প্রকাশ হলে ২৯ নভেম্বর ইউপি মেম্বাররা শপথ গ্রহণ করেন। এরপর একই বছরের ১২ ডিসেম্বর রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে শপথ গ্রহণ করেন নির্বাচনে জয়ী প্রার্থী মামুনুর রশীদ মামুন।

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ইউনিয়ন পরিষদের নির্বাচনী মেয়াদকাল শেষ না হওয়ায় নির্বাচনী অনুষ্ঠিত হয়নি। বর্তমানে এ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন বেবী। চলতি বছরের এপ্রিল মাসে ইউনিয়নটিতে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালের ১২ নভেম্বর এ ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

জুরাছড়ি উপজেলার দুমদুম্যা এবং মৈদং ইউনিয়নের নির্বাচন চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হঠাৎ করে স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ইউনিয়ন দু’টিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে সেই প্রসঙ্গে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট কোন বক্তব্য প্রদান করেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন