রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

fec-image

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন দিক প্রদিক্ষণ করে আলোচনা সভায় মিলিত হয়। এবছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কার্যালয়ে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার, ইউএনডিপির সিএইচটি প্রকল্পের উপজেলা কোডিনেটর হাসিনুর ত্রিপুরা, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকারসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।

বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ বাংলার নারীরা ১৯৫৭ সালে ৮ মার্চ মজুরী বৈষম্য কর্মঘন্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন পীড়ন চালায় মালিক পক্ষ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, নারী দিবস, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন