রামগড়ে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Ramgarh pic (1) 14
রামগড় প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বর্ণিল আয়োজনে রামগড়ে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং , ত্রিপুরাদের বৈসু উৎসব ঘিরে পাহাড়ের সর্বত্র এখন আনন্দ, উচ্ছ্বাসে মুখরিত।

আজ বৃহষ্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগড় পৌর শহরে বের করা হয় পহেলা বৈশাখের বনার্ঢ্য শোভাযাত্রা।

এতে উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় রামগড় পৌরসভার মেয়র মো: শাহজাহান কাজী রিপন, রামগড় সার্কেলের এএসপি কাজী মো: হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, জনপ্রতিনিধি ছাড়াও সর্বস্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

রামগড় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা কর্মকর্তা মো: মতিউর রহমান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন