আলীকদমে শিক্ষকের শুন্য তালিকায় নাম নেই আমতলী সরকারি প্রাঃ বিদ্যালয়ের

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় শিক্ষকের শূন্যপদের তালিকায় আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নেই। অথচ বিগত একবছরের বেশী সময় ধরে এ বিদ্যালয় হতে বদলীজনিত করণে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। শুন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে ইতোমধ্যে কয়েকদফা আবেদন করেছেন এসএমসির সভাপতি।

অনুসন্ধানে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্মারক নং- ২০১৫-৩৭(৯) তারিখ- ১০ মার্চ, ২০১৫ মূলে আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা দত্তকে অন্যত্র বদলী করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ নির্দেশনামতে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্মারক নং- বদলী/১০১/৩০৪ (৬) তারিখ- ১১/০৩/২০১৫ ইং মূলে প্রধান শিক্ষক মীরা দত্তকে আলীকদম উপজেলার কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর আদেশ জারী করা হয়। আদেশে তাকে ১৫ মার্চের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। অন্যথায় ১৬ মার্চ হতে অবমুক্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল একপত্রে আলীকদম উপজেলায় শিক্ষকের শুন্যপদের তালিকা চাওয়া হয়। উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষকের শুন্যপদের তালিকা দেওয়া হলেও এতে নাম নেই আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অথচ এ বিদ্যালয়ের গত একবছরের বেশী সময় ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য অবস্থায় আছে।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, একবছরের বেশী সময় ধরে আমাদের স্কুলে প্রধান শিক্ষক নেই। এ কারণে স্কুলের সার্বিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন