রামগড়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন ভূইয়া বহিষ্কার

ramgar balayat pic

পার্বত্যনিউজ রিপোর্ট :

দলীয় নিদের্শ অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় রামগড়ের বিএনপির শীর্ষ নেতা বেলায়েত হোসেন ভূইয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এক সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

বিএনপির সূত্রে জানা যায়, ৪র্থ উপজেলা নির্বাচনে রামগড়ে চেয়ারম্যান পদে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদকে দল থেকে মনোনয়ন দেয়। অন্যদিকে জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েতন হোসেন ভূইয়া বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন, যা দলের গঠনতন্ত্রবিরোধী। তাই বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করার অপরাধে দলীয়ভাবে তার বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। 

উল্লেখ্য, বেলায়েত হোসেন ভুইয়া সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার আপন মেজো ভাই। আর নমিনেশনপ্রাপ্ত শহিদুল ইসলাম ভুইয়া তার  ভাতিজা অর্থাৎ বড় ভাই মৃত শাহাব উদ্দীন ভুইয়ার ছেলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রামগড়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন ভূইয়া বহিষ্কার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন