রামগড়ে সম্প্রীতি ও উন্নয়নে মানবিক সহায়তা প্রদান

fec-image

বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবি রামগড় জোনের সীমান্তবর্তী এলাকার গরীব,অসহায় বাঙালী,পাহাড়ি পরিবারের মাঝে চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থসহ সেলাই মেশিন,ঢেউ টিন,খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদর মাঠে জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সীমান্তবর্তী এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।

সামগ্রী মধ্যে রয়েছে ৩ টি সেলাই মেশিন, ৭ বান্ডিল ঢেউটিন, ১৪ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ২৭ টি পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থসহ মোট ৫১পরিবারকে সহায়তা প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি এবং বাঙ্গালী গরীব ও দুস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোনের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

দ্রব্য মুল্যের উর্ধ্বগতির এ বাজারে বিজিবির সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগীরা।

এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবি কর্মকর্তা ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়নে, প্রদান, মানবিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন