রামুতে ওসমান সরওয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Ramu pic 10
রামু প্রতিনিধি:
রামুতে ‘আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দক্ষিণ মিঠাছড়ি সোনারবাংলা ক্রীড়া সংঘের কাছে ১-০ গোলে হেরেছে অফিসেরচর শিশু কিশোর একতা সংঘ। রোববার (১০মে) বিকাল ৪টা ২০ মিনিটে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।

আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু সোনালী অতিত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম ও মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর ছোট ছেলে তানভীর সরওয়ার রানা।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রামু চৌমুহনী বণিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রাজনীতিবিদ শামসুল আলম চেয়ারম্যান, প্রবীণ শিক্ষক ফরিদ আহমদ, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি মোঃ হোসাইন সানী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু রিপোর্টাস ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, ওমর ফারুক মাসুম। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু। সহকারী রেফারী ছিলেন, আলী হোসেন ও জয়নাল আবেদীন।

খেলার শুরুর তিন মিনিটেই অফিসেরচর শিশু কিশোর একতা সংঘ’র গোলরক্ষক তামিমের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ। এসময় দলের ৬ নং জার্সি পরিহিত মাহমুদুর রহমান গোল করে দলকে এগিয়ে নেয়। খেলা পাল্টাপাল্টি আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠলেও নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে শিশু কিশোর একতা সংঘ।

উদ্বোধনী খেলার সেরা খেলোয়াড় সোনারবাংলা ক্রীড়া সংঘ’র  মাহমুদুর রহমানের হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আছারুল হক ভূট্টো। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ।

সোনার বাংলা ক্রীড়া সংঘ: নাছির (অধিনায়ক), মিজান (গোলরক্ষক), সায়েদ, শাহজাহান, শহীদ, হুমায়ুন, ফিরোজ, মাহমুদুর রহমান মনু, মুছা, মনিরুল আলম লারা, রাশেদ, জাহেদ, হারুন, জহির, সাইফুল, মাহিন।

শিশু কিশোর একতা সংঘ: কামাল (অধিনায়ক), তামিম (গোলরক্ষক), বাদল, ছৈয়দ নূর, ইরফান, জামাল, রিজান, আবু তাহের, ইসনান, সাকিব, সিমরান, আমির হামজা, পারভেজ, রেজা, ফজল কবির, মাহমুদুর রহমান।

সোমবারের খেলা ‘দূরন্ত মণ্ডল পাড়া ফুটবল দল’ বনাম ‘মায়ের দোয়া ফুটবল দল’।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন