দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রামুতে নৌকার সমর্থনে যুবলীগের মহিলা সমাবেশ

fec-image

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আজম বলেছেন, বিশ্বে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে উন্নয়নের সুফল এখন মানুষ ভোগ করছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সবক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিশ্রমী ও মেধাবী জননেতা সাইমুম সরওয়ার কমলকে আবারও নির্বাচিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে কমলের মতো মেধাবী ও পরিশ্রমী নেতার বিকল্প নেই।

রামুতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল মহিলা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটায় রামু কেন্দ্রীয় সীমা বিহার সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখার সভাপতি পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, কক্সবাজার জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি নীতিশ বড়ুয়া, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম মুন্সী, ক্রীড়া সংগঠক নবু আলম, অলক বড়ুয়া, তিলক বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বসরী, ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম, সাধারণ সম্পাদক ফেরদৌস গোলাপ, যুবলীগ নেতা এডভোকেট তানভীর শাহ, কায়ছার মাহমুদ প্রমুখ। সমাবেশে স্থানীয় হাজারো নারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখার সভাপতি পলক বড়ুয়া আপ্পু এবং সাধারণ সম্পাদক রাশেদ আলী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় নেতা সাইমুম সরওয়ার কমল বিজয়ী করতে পুরো উপজেলায় যুবলীগের নেতৃত্বে সমাবেশ, প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার জন্য দলের নেতাকর্মীরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন