রামুতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নারী স্কুল শিক্ষকদের কর্মশালা

ramu-news-pic-reaz-ul-26-11-201601

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে উপজেলা পর্যায়ে নারী স্কুল শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বর্তমান সরকারের গৃহিত যুগোপযোগী কার্যক্রমকে সামনে রেখে রামুতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আরও কর্মসূচি গ্রহন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও জম্মনিয়ন্ত্রণে নারী শিক্ষকদের মাধ্যমে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারীরাই নারীদের বুঝিয়ে জনসংখ্যা বৃদ্ধি হার কমিয়ে আনতে পারে। একই সাথে পুরুষ স্বাস্থ্য কর্মীদেরও এগিয়ে যেতে হবে।  তাহলে দেশের জনসংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

রামু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারি পরিচালক রুখনুজ্জামান, রামু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ  আবদুল মান্নান, সূর্যের হাসির ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা নবীউল হক আরকান, সাংবাদিক খালেদ হোসেন টাপু ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি শামীম পারভেজ প্রমূখ। এতে কর্মশালায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রহিমা উচ্চ বিদ্যালয়, রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়, চাকমারকুল জারাইলতলি উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় ও জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন