রামুর কচ্ছপিয়ায় এলজিএসপি’র প্রকল্প গ্রহনে ৯ টি ওয়ার্ডে সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এলজিএসপি প্রজেক্ট গ্রহনে ইউনিয়নের নয়টি ওর্য়াডে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮-৩১ আগষ্ট অনুষ্ঠিত এসব সভার প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান।

কচ্ছপিয়া ইউপি সচিব মিল্টন বিশ্বাস জানান, কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে গত ২৮ আগষ্ট ১ নম্বর ওর্য়াডে  প্রথম সভা আয়োজনের পরিকল্পনা করেন চেয়ারম্যান। এতে উপদেষ্টা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওর্য়াডের মহিলা সদস্য সাবেকুন্নাহার ও অন্যান্য ওর্য়াডের সদস্যবৃন্দ। এভাবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২৮ আগষ্ট, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ের্ডে ২৯ আগষ্ট এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ৩১ আগষ্ট সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, প্রতিটি সভায় এলাকার এলজিএসপি উপযোগী প্রকল্পগুলো হাতে নিতে এলাকার সাধারণ মানুষের প্রস্তাব গ্রহন করা হয়। যা পর্যায়ক্রমে বস্তবায়ন করা হবে। আর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া উন্নয়নের গতিকে বাঁধা সৃষ্টিতে তৎপর জঙ্গি কর্মকাণ্ড সমূহকে প্রতিরোধে এগিয়ে আসতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এসব অনুষ্ঠানের প্রধান অতিথি আবু মো: ইসমাঈল নোমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন