রামুর বিশিষ্ট ব্যবসায়ী মমতাজুল আলমের ইন্তেকাল

ramu pic GOC 20.04নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মমতাজুল আলম মঙ্গলবার রাত দশটায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মমতাজুল আলম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম আশরাফুজ্জামানের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ৩ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। মমতাজুল আলম সুন্দরবন কুরিয়ার সার্ভিস রামু শাখার স্বত্ত্বাধিকারি ছিলেন।

বুধবার বিকাল তিনটায় পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মমতাজুল আলমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

তিনি বলেন, ব্যবসায়ী মমতাজুল আলম একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তার ছোট মেয়ে আসিফা রামু ক্যান্টনমেন্ট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার এই মেয়ের খেলা পড়া  অব্যাহত থাকবে। পিতার মৃত্যুর কারণে এ মেয়ের পড়াশোনার সকল দায়িত্ব এখন থেকে সেনাবাহিনীর।

আরো বক্তব্য রাখেন, মুফিজুল আলম, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসাইন আহমদ আনসারী, মরহুমের ভাগিনা এ্যাডভোকেট জসিম উদ্দিনসহ আরো অনেকে।

জানাযায় ইমামতি করেন, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন