রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর

রামু প্রতিনিধি:

রামুতে নব প্রতিষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ দুটি আয়োজনকে ঘিরে দিনব্যাপী মুখরিত সময় পার করেন প্রশাসনিক ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সম্মানিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরে অংশ নেন। রামু উপজেলার সমুদ্র উপকুলীয় পর্যটন এলাকা হিমছড়ি, দরিয়ানগর এবং সৈকতের কক্সবাজার সুগন্ধা পয়েন্টে শিক্ষা সফর সম্পন্ন করে পূনরায় রামু বাইপাসস্থ বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে মিলিত হন অংশগ্রহণকারিরা।

শিক্ষা সফর শেষে অন্যান্য আয়োজনে ছিলো, অভিভাবকদের ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, মা সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুরে বিদ্যালয় চত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানার অফিসার ইনচার্জ মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া, ওসি (তদন্ত) মো. কায় কিস্লু, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিদুল আলম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার দে, রামু কলেজের শিক্ষক আকতার জাহান কাকলী, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস, রামু রিপোর্টার্স ইউনিটি সভাপতি সোয়েব সাঈদ, বিশিষ্ট সংগীত শিল্পী ও ইউপি সদস্য সোনিয়া বড়ুয়া, ইউপি সদস্য আফসানা জেসমিন পপি প্রমুখ।

বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ এবং  সদস্য মানসী বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদ সদস্য আবুল কাসেম (একে খাঁন), অলক বড়ুয়া, আবদুল হাশেম, ভূবন বড়ুয়া, নুরুল আমিন নান্নু, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এসএম জাফর, মোহাম্মদ নুরুল আলম, প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, সহকারি শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়ুয়া, জেসমিন আকতার, আবুল হাশেম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষার্থী একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী (যুগ্ম- চ্যাম্পিয়ন) মেঘনা ও যমুনা দলের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন