রুশ বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বিমান ধ্বংস

fec-image

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী পসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। লাটভিয়া ও এস্টোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে হামলার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়া গুলির শব্দের কথাও বলেছেন। স্থানটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ মাইল দূরে।

রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত তাস বার্তা সংস্থা জরুরি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সরকারে চারটি এলএল-৭৬ ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরটি দীর্ঘ দিন ধরে রুশ সামরিক বাহিনী ব্যবহার করে আসছে।

আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেন, প্রতিরক্ষা বাহিনী ওই ড্রোন হামলা প্রতিহত করেছে।

তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি।

রাশিয়ার সবচেয়ে পাঠকপ্রিয় নিরপেক্ষ নিউজ ওয়েবসাইট মেদুজা জানিয়েছে, বিমানবন্দরে ওই হামলায় ১০ থেকে ২০টি ড্রোন অংশ নেয়। এগুলোকে ছোট অস্ত্র ব্যবহার করে বিতাড়িত করা হয়। তবে একটি ড্রোন রিফুয়েলিং কমপ্লেক্সে আঘাত হানতে সক্ষম হয়।
সূত্র : আল জাজিরা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন