মিয়ানমারের রাজধানীতে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

fec-image

মিয়ানমারের রাজধানীতে নেপিদোতে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছে জান্তা বিরোধীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই হামলা করা হয়েছে। ছায়া সরকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এ হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

২০২১ সালের একটি অভ্যুত্থানের মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক সরকার। তখন সামরিক শাসনকে দুর্বল করার লক্ষ্যে দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর একটি জোট গঠন করে।

বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিতত করেছে এনইউজি। তবে এ হামলায় কি ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বা কথিত হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি জোটটি।

নেপিদোতে এনইউজি এর সহযোগি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর এক মুখপাত্র বলেছেন, এনইইজি’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনা নিশ্চিত করতে সামরিক সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন