রোনাল্ডোর হ্যাট্রিকে এসপানিওল ধরাশায়ী

Cristiano+Ronaldo+celebrates+his+second+goal.

খেলা ডেস্ক:

এসপানিওলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের দারুণ হ্যাটট্রিকে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা দলটি এবার এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ছয় ম্যাচে ৩৫ গোল করার আত্মবিশ্বাসে মাঠে নামা রিয়াল এদিনও শুরুতেই জ্বলে ওঠে। প্রথম ছয় মিনিটে প্রতিপক্ষের রক্ষণে তিনবার আক্রমণ চালানোর পর চতুর্থবারে সাফল্য পেয়ে যায় তারা। হামেস রদ্রিগেসের ক্রসে হেডে বল জালে জড়ান করিম বেনজেমা।

এবারের লা লিগায় ফরাসি স্ট্রাইকার বেনজেমার এটি ১৮তম গোল, সব মিলিয়ে এ মৌসুমে ২২তম গোল তার।

খানিক বাদে অতিথিদের চিলির ডিফেন্ডার এনসো রোকো তাদের ডি বক্সে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল, তা থেকে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

শুরুতেই দুই গোল হজমের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এসপানিওলের জালে আরেকটি গোল। এবারের গোলদাতা রদ্রিগেস, ডি বক্সের ঠিক বাইরে থেকে কলম্বিয়ার এই মিডফিল্ডারের বাঁ পায়ের জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

নয় মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যাওয়ায় রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে প্রথম পর্বে এই দলের মাঠে ৬-০ গোলে জেতা রোনালদোদের গোলক্ষুধা তখনও ছিল।

বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। তারই প্রতিআক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে প্রথমে এক জনকে কাটিয়ে অসাধারণ দক্ষতায় আরেক জনকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না। অবশেষে ৮২তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

এবারের লিগে রোনালদোর এটি ১৯তম গোল, মৌসুমে ৩০তম। এর মধ্যে এসপানিওলের জালেই আটবার বল পাঠান তিনি। প্রথম পর্বে দলটির বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন তিনবারের বর্ষসেরা তারকা।

বার্সেলোনার উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের লিগের গোলও ১৯টি।

৮৬তম মিনিটে হেসে রদ্রিগেসের আড়াআড়ি শট গোলমুখে পা বাড়িয়ে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন অতিথিদের বদলি ডিফেন্ডার অস্কার দুয়ার্তে।

বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন