রোয়াংছড়িতে গণহত্যা দিবস পালিত

Rowamgchari pic 25.03

রোয়াংছড়ি প্রনিতিধি :

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশের ন্যায় ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হোক এ স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা রোয়াংছড়ি বাজারস্থ মাল্টিপারপাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি চহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ও বান্দরবান জেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এমপির প্রতিনিধি নেইতংবইতিং বম।

সভায় বক্তারা বলেন গণহত্যা দিবস একটি ঐতিহাসিক দিবস। এ দিবসটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি চাই। ঐতিহাসিক এ দিনটি হাজার হাজার মানুষের রক্তে মিশিয়ে আছে। ২৫শে মার্চ রাতে গণহত্যাকারীদের সুষ্ঠ বিচার হওয়ার প্রয়োজন বলেও মনে করেন বক্তারা।

এ সময় দিবসটি উপলক্ষে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন