লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৪ জনকে অর্থদণ্ড

fec-image

রাঙামাটির লংগদু উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও চারজন বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টায় লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে এ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

শনিবার সাপ্তাহিক হাটের দিন মাইনীমুখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন দোকানিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলা প্রশাসন মাইনীমুখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় জাল বিক্রেতা মো. ফারুক মিয়া, রুহুল আমিন, মো. আব্দুল গনি ও মো. রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ১৯৫০ ধারায় আর্থিক জরিমানা করেন। পাশাপাশি তাদের দোকান থেকে জব্দ করা ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদের সংলগ্ন জায়গায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাপ্তাই লেকের মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালসহ সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলানো হচ্ছে ।

অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, লংগদু থানার এস.আই আব্দুল জব্বার, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারেন্ট জাল, ভ্রাম্যমাণ আদালত, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন