লংগদুতে রাবেতা হাসপাতাল’মাইনীমুখের উদ্যোগে নাক,কান ও গলা’র অপারেশন ক্যাম্প

111111লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার গরিব জনসাধারণকে স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য উপজেলার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রাবেতা হাসপাতাল’মাইনীমুখের উদ্যোগে দুই দিনব্যাপী নাক, কান ও গলার অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।

গতকাল শনিবার, সকাল আটটায় রাবেতা হাসপাতালে আয়োজিত অপারেশন ক্যাম্পের উদ্ধোধন করেন, বাংলাদেশ সেনাবাহিনী, সিএমএইচ এর ইএনটি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান লে. কর্ণেল(অব:) প্রফেসর ডা. মো: আব্দুল্লা হিল কাফি।

এছাড়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ঢাকা এ্যাপোলো হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট প্রফেসর ডা. মো: আরিফ হোসেন হোসন ভূইয়া, ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের এনসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: নুরুল্লাহ, রাবেতা হাসপাতালের প্রজেক্ট কো-অডিনেটর মোহম্মদ সাইফুল্লাহ ও মার্কেটিং ম্যানেজার মাওলানা এএলএম সিরাজুল ইসলাম প্রমুখ।

এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার দেড়শতাধিক গরীব রোগীকে স্বল্প মূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন