লক্ষ্মীছড়িতে ২৪ ঘন্টা প্রসূতি সেবা চালু

rghyjtjk copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় হোম ডেলিভারীর বিকল্প ব্যবস্থা হিসেবে ২৪ঘন্টা প্রসূতি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্র এ সেবা চালু করেছে। কয়েক মাস আগে এ সেবা কার্যক্রম চালু হলেও শুক্রবার মংহলা পাড়ার নিলা চাকমা নামে এক গর্ভবতী নারী এই সেবা কেন্দ্রে ভর্তি হলে বিকাল ৩টা ৪৫ মিনিটে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা জোসনা রানী বনিক, যবনিকা চাকমা এবং হেলি চাকমা ও সন্ধ্যা চাকমা ডেলিভারি কাজে সহায়তা করেন। এই সেবা কাজে নিয়োজিত হেলি চাকমা বলেন, পরিবার কল্যাণ এই সেবা কেন্দ্রটি কয়েক মাস আগে চালু হলেও কোনো গর্ভবতী মহিলা আসেনি। আজকেই প্রথম একজন মহিলা আসে এবং সফলতার সাথে সন্তান প্রসব করাই। মা এবং সন্তান দু’জনই সুস্থ্য আছেন।

তিনি বলেন, সন্তান প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়টাকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করে কেউ যেন বাসা-বাড়িতে সন্তান প্রসবের কাজটি না করেন। এই সেবা কন্দ্রে আসলে অবশ্যই মা এবং সন্তান ভালো সেবা পাবেন। এই উপজেলায় মগাইছড়ি, হাসপাতাল এলাকাসহ কয়েকটি স্থানে এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন