লামায় তামাকের বিকল্প ফসল চাষের পক্ষে র‌্যালী ও মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি:

বান্দরবানের লামায় তামাক চাষে নিরুৎসাহিতকরণ ও বিকল্প ফসল চাষের পক্ষে র‌্যালী ও মানববন্ধন করে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লামার বিক্ষুব্ধ কৃষকসমাজ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, তামাক চাষ নিরুৎসাহিতকরণে রাষ্ট্রীয়ভাবে কোন নীতিমালা না থাকায় বিগত কয়েক দশকে অসহায় কৃষকদের ব্যবহার করে তামাক কোম্পানিগুলো তামাক চাষ বাড়িয়ে চলছে।

এই কর্মসূচিতে বিক্ষুব্ধ কৃষকসমাজের পক্ষ থেকে খায়রুল আমিন, মনজুরুল আলম, অনীল বড়ুয়া, মকছুদ আহমদ, আবদুস শুকুর, জোছনা বেগম, সাবেক প্যানেল মেয়র তাজুল ইসলাম সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন: 
ক) রাষ্ট্রীয়ভাবে কৃষকদের তামাকের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহযোগিতা প্রদান।
থ) তামাক কোম্পানির হস্তক্ষেপ মোকাবেলার বিধান সম্বলিত একটি কার্যকর তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন