লামায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

unnamed (4)

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মুক্তমঞ্চে এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুস্তম আলী, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের লামা সহকারি ম্যানেজার মাহতাব উদ্দিন ও কৃষক প্রতিনিধি আবদুল ওহাব প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার ফলদ গাছের চারা বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন