সার্বজনীন পেনশন চালু করার উদ্যােগ নিয়েছে সরকার: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

fec-image

খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন৷ ভূমিহীন, গৃহহীন মানুষকে পাকা বাড়ি তৈরি করে দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন৷ শতভাগ লোকজনকে বয়স্কভাতা, বিধবাভাতা-প্রতিবন্ধী ভাতা দেয়াসহ আত্মসামাজিক উন্নয়নে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন৷ এবার সকল মানুষের জন্য সার্বজনীন পেনশন চালু করার উদ্যােগ নিয়েছেন ৷ এ একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার মেধা বুদ্ধি ও দূর্দশিতার কারণে ৷

গত শুক্রবার দুপুরে দীঘিনালা উপজেলার নির্বাণ গীরি অরণ্য কুঠিরে শ্রীমৎ চন্দ্রকীর্তি স্থবির থেকে মহাস্থবিরে উপনীত হওয়ায় “মহাস্থবির বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি|

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ আলহাজ্ব মো. কাশেম বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয় আমি আপনাদের এলাকার সন্তান৷ আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা৷ বুদ্ধ ধর্মে অহিংসার কথা, সকল প্রাণির মঙ্গলের কথা ও নীতি নৈতিকতা আদর্শের কথা বলা হয়েছে৷ এসব মেনে চললে যেকোন মানুষের আত্মশুদ্ধি হবে৷ আমরা সকলে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করলে এলাকায় শতভাগ উন্নয়ন করা সহজ হবে৷ আপনারা আমাকে সহযোগিতা করুন আমি আপনাদেরকে সাথে নিয়েই এলাকার উন্নয়ন করবো ৷

নির্বাণ গীরি অরণ্য কুঠিরে মহাস্থবির বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক প্রনয়ন চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনু বোধি মহাস্থবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে নির্বাণ গীরি অরণ্য কুঠিরের মহাস্থবির শ্রীমৎ চন্দ্রকীর্তি বরণ সহ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন