সেন্টমার্টিনে ছাত্রদলের বিক্ষোভ, ক্লাস বর্জন

টেকনাফ প্রতিনিধি :

সেন্টমার্টিনে পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি। তার পাশাপাশি স্কুলের ক্লাসও বর্জন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ব, সরকারের লালিত ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, গণতন্ত্র ভুলণ্ঠিত, লাঞ্চিত মানবতা, ছাত্রদলের খিলগাঁও থানার সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে নিমর্মভাবে হত্যা, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সেন্টমার্টিন ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল ১০টায় সেন্টমার্টিন বাজার সংলগ্ন ইউরো বাংলা রেস্তোরার সামনে সেন্টমার্টিন ছাত্রদল ইউনিয়ন শাখার সভাপতি আয়াত উল্লাহ খোমেনি ও সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজে ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জাবেদের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে খালাদা জিয়াকে সমাবেশের অনুমতি, গণতন্ত্র রক্ষার জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুসংহত রাখুন। এ দ্বীপের জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীরা সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের আজকের ক্লাস বর্জন করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন সেন্টমার্টিন ছাত্রদলের সাঃ স¤পাদক মোঃ আয়াস, দপ্তর সম্পাদক মোঃ রফিক, ছাত্রনেতা মোঃ ফেরদাউস, মোঃ রিয়াজ, মাহিন, মোঃ আবছার, শাকিল, আব্দুল্লাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন