স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর স্থাপনসহ ৮দফা দাবি বাস্তবায়নে বান্দরবানে মানববন্ধন

fec-image

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যা সমাধানসহ ৮দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (৯ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপনের দাবি জানান। একই সাথে শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সব শূণ্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করাসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমসহ শিক্ষক স্বস্থি কনা দে, শিমুল বিশ্বাস, আমিনুর রহমান প্রমানিক, নুরুল আলম, সম্পদ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাঁদের দাবি দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মানববন্ধন, শিক্ষক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন