৫ বাঙ্গালী সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খাগড়াছড়িতে সর্বাত্মকভাবে পালিত

Capture111 copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে তিন পার্বত্য জেলার পাহাড়ের ৫ বাঙ্গালী সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খাগড়াছড়িতে সর্বাত্মক পালিত হয়েছে। সকাল থেকে বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন ও পেকেটিং-এর মধ্যদিয়ে হরতাল শুরু হয়।

জেলা সদরের বিভিন্ন পয়েন্টে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন ও সাধারন সম্পাদক এসএম মাসুম রানার নেতৃত্বে খন্ড খন্ড মিছিল করে হরতালের সমর্থনে নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ ছিল সতর্ক অবস্থায়।

হরতালের কারনে দূরপাল্লা ও আভ্যন্তরীন সড়কে সব ধরনে যানবাহন চলাচল বন্ধ থাকে। শহরে রিক্সা, টমটম কিছুই চলাচল করতে দেয়া হয়নি। বন্ধ থাকে জেলা উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান। সরকারী অফিস আদালতে উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় কম।

প্রসঙ্গত, দায়িত্ব গ্রহনের প্রায় দুই বছর পর এটি হবে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের পঞ্চম চেয়ারম্যান অবসর প্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের প্রথম বৈঠক। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এই সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই মাসে ১৩ (সেপ্টেম্বর) তিনি যোগদান করেন।

তবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দাবীর মুখে তিনি আইন সংশোধনের কাজ শুরু করতে পারেননি। অবশেষে গত ১লা আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভোটিং সাপেক্ষে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং ৯ আগষ্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন