উপজাতীয় সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে নিরাপত্তাবাহিনীর অভিযান: অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

14193733_10209409068318941_81687266_n copy

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার আমতলী মুরুং পাড়া এলাকা থেকে দুটি এসবিবিএল বন্দুকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি নিরাপত্তাবাহিনীর পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের সেই অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি এসবিবিএল বন্দুক, নগদ টাকা, চশমা, জলপাই রঙ্গের ইউনিফর্ম ও রাবারের তৈরি গুলতি ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিসপত্র।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ৪-৫ জনের একটি উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ আলীকদম সেনানিবাস হতে ৭ কিলোমিটার দুরে আমতলী মুরুং পাড়ার কাছাকাছি অবস্থান নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিরাপত্তাবাহিনী একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতে টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও অত্র এলাকা তল্লাশী করে  এসব বন্দুক ও সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন