খাগড়াছড়ির দীঘিনালায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

‌পাহাড়ে শিক্ষার হার বৃদ্ধিতে তৎপর প্রশাসন: জেলা প্রশাসক

fec-image

খাগড়াছড়ির দীঘিনালায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলার দুর্গম লম্বাছড়া এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি দাতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়দের সাথে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘সমতলের তুলনায় খাগড়াছড়িতে শিক্ষার হার এখনো অর্ধেক। তবে পিছিয়ে না থেকে জেলায় শিক্ষার হার বাড়াতে কাজ করে যাচ্ছে প্রশাসন। দুর্গম এলাকায় বসবাসকারীরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

পরে এলাকার শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপরকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা। জানা যায়, এলাকার শিক্ষার উন্নয়নে চিকিৎসক নয়নময় ত্রিপুরা জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের জন্য এক একর জায়গা দান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসন, পাহাড়, শিক্ষা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন