খাগড়াছড়িতে পূর্ণ স্বায়ত্তশাসন দিবস পালন করল ইউপিডিএফ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে পূর্ণস্বায়ত্ত শাসন দিবস পালন করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপ।

শনিবার (১০মার্চ) সকাল দশটার দিকে জেলা সদরের স্বনির্ভর বাজারে দিবসটি উপলক্ষে ছাত্র, নারী ও যুব সমাবেশ করে।

সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক পলাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক দেবদন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, পাহাড়ি ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।
সামবেশে বক্তারা বলেন, পূর্ণস্বায়ত্ত শাসন পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান।  পূর্ণস্বায়ত্ত শাসন বিহীন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা হবে না। সরকার পার্বত্য চট্টগ্রামে বাসিন্দাদের ধোকা দিয়েছে পার্বত্য চুক্তি করে ঘোষণা করছে শান্তি চুক্তি।
এ চুক্তির মাধ্যমে জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠিত  হয়নি । আর এ চুক্তি কখনো বাস্তবায়ন হবেনা। তাই পূর্ণস্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফ আন্দোলন করছে এবং তা বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার করেন বক্তারা।
বক্তারা পার্বত্য অঞ্চল থেকে সেনা ও বাঙ্গালিদের অবিলম্বে সমতলে ফিরিয়ে নিতে আহ্বান জানান।  জুম্মু জাতির অধিকার আদায়ের আন্দোলনে ছাত্র, নারী ও যুবদের ইউপিডিএফ এর সাথে একত্রে আন্দোলন করে জাতির অধিকার প্রতিষ্ঠা করতে আহ্বান জানান।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন