কাপ্তাইয়ে ১০ আরই ব্যাটালিয়নের আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উদযাপিত

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ের ১০ আরই ব্যাটালিয়নের আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপযাপন করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় লেকশোর জীবতলী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ মাঠ হতে পিকনিক স্পট পযন্ত এক বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়।

ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ি বাঙালি ভাই, ভাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ণঢ্য র্র্যালি উদ্বোধন করেন ১০ আরই অধিনায়ক লে. কর্নেল রোমান জামান পিএসসি। র্র্যালিতে স্কুল, কলেজ, হেডম্যান, কার্বারি, শিক্ষক, মেম্বার সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ১০আরই অধিনায় লে. কর্নেল রোমানা জামান পিএসসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ডিসেম্বর ১৯৯৭ সালে শান্তিচুক্তি করেছে।এ শান্তিচুক্তি করার ফলে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। পাহাড়ে উন্নতি অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য সকলে একযোগে কাজ করার আহবান জানান। এসময় ব্যাটালিয়নের অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন