রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকাল

ramu soyad ahmed 26.05.17
রামু প্রতিনিধি :
ঐতিহ্যবাহি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদ শুক্রবার (২৬মে) বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৈয়দ আহমদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত কবির আহমদের বড় ছেলে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাল শনিবার (২৭মে) সকাল দশটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য সৈয়দ আহমদ ইতিপূর্বে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন। তবে পরবর্তীতে তিনি এ বিদ্যালয়ে স্বেচ্ছায় শিক্ষকতা পেশায় আমৃত্যু নিয়োজিত ছিলেন। প্রবীন ও ত্যাগী এ আদর্শ শিক্ষকের মৃত্যুতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ঐতিহ্যবাহি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় সাংসদ কমল বলেন, সৈয়দ আহমদ ছিলেন শিক্ষক সমাজের অহংকার। শিক্ষকতার পাশাপাশি তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, ব্যবসা, সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত করেছিলেন। মৃত্যুর আগপর্যন্তও তিনি শিক্ষকতা পেশাকে ভালোবেসে দায়িত্ব পালন করে গেছেন। নিবেদিতপ্রাণ এ শিক্ষকের ইন্তেকালে রামুবাসী একজন আদর্শ ও ত্যাগী শিক্ষককে হারালো। সৈয়দ আহমদ স্যার আজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন