‘অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে পার্বত্যবাসীকে জিম্মি করে রাখা হয়েছে’

sumoodikar-pic-copy

রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ বাতিলের দাবিতে রাঙামাটিতে আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন নামে একটি আঞ্চলিক সংগঠন।

শুক্রবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে   এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোঃ ইউনুচের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর কামাল, পার্বত্য ভূমি রক্ষা আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর মোল্লা এবং কেন্দ্রীয় পার্বত্য যুব ফ্রন্টের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম আলো প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর তৎকালীন সরকার একতরফা ভাবে ৩০ হাজার বাঙালির খুনী সন্তু লারমা সাথে যে চুক্তি সম্পাদন করেছেন তা অধিকাংশ বাস্তবায়ন হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো প্রকৃত শান্তি আসেনি। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে  সকল অবৈধ অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও সন্তু লারমা তা করেনি। বরং অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এখনও পার্বত্য চট্টগ্রামের মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন নেতা কর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন