খাগড়াছড়ি বিনা উদ্ভাবিত জাতসমূহের পরিচিতি ও কৃষক প্রশিক্ষণ

Khagrachari BINA farmer workshop pic 2 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি বিনা উদ্ভাবিত ডাল, তেলবীজ এবং দানাজাতীয় ফসলের জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি এবং শস্য বিন্যাস অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও ৭৫জন কৃষককে বীনা ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে খাগড়াছড়ি বিনা উপকেদেন্দ্র’র হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মুন্সি রশিদ আহম্মদ।

বিনা’র প্রধান কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মসূচি পরিচালক ড. মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিনা’র ময়মনসিংহ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.  মুনজুরুল ইসলাম ও খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান।

প্রশিক্ষণের উদ্বোধন শেষে ৭৫জন কৃষককে বিনা ধান ৭, ১৬ ও ১৭-এর বীজ বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন